কারামত : একদা হযরত গাউসুল আলম সৈয়দ আশরাফ জাহাঙ্গীর সিমনানী (আলাইহির রাহমাহ) সফর উপলক্ষে এক স্থানে উপনীত হন। এখানে প্রতি বছর সামুদ্রিক জলােচ্ছ্বাসের ফলে যথেষ্ট ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। তাদের ফসলাদী ধ্বংস হয়ে যায়। হযরত যখন সেখানে আসেন সে বছর জলােচ্ছাসে অন্যান্য সময়ের তুলনায় ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়। তাই হযরত এখানে এসে পৌছলে মুসলমান অধিবাসীগণ সকলে হযরতের কাছে দোয়ার জন্য অনুরােধ করতে লাগলেন। তাদের বারংবার অনুরােধের ফলে হযরত মাহবুবে ইয়াজদানীর অন্তরে তাদের জন্য দোয়া সঞ্চারিত হলাে। তিনি এক
খন্ড কাগজ আনিয়ে সেখানে স্বহস্তে লিখলেন “হে নদী আল্লাহর বান্দা আশরাফ সিমনানীর পক্ষ হতে তােমাকে অবগত করানাে যাচ্ছে যে, তােমার জলােচ্ছাস যদি খােদার নির্দেশে হয়ে থাকে তবে তােমার উচিৎ খােদার নির্দেশ অনুযায়ী তােমাকে যে সীমানা চিহ্নিত করে দেওয়া যাচ্ছে তা অতিক্রম না করা।” অত:পর কাগজটি পানিতে ফেলে আসা হলাে এবং এক স্থানে একটি পাথর খন্ড দ্বারা চিহ্ন স্থাপন করে দিলেন। এভাবে মাহবুবে ইয়াজদানী তাদেরকে চিরতরে প্লাবন হতে পরিত্রাণ দিলেন। এরপর কোন দিন জলােচ্ছ্বাসে ক্ষতি হয়নি। কারামতঃ একজন বৃদ্ধ লােক হযরত গাউসুল আলম মাহবুবে ইয়াজদানী (রহঃ) এর সামনে উপস্থিত ছিল। সে দিন ছিল জিলহজ্বের ৮ তারিখ। বৃদ্ধটি দীর্ঘশ্বাস ফেলে আপন মনে বলতে লাগল, হায়! হাজীগণ হয়ত: কাবা শরীফে পৌছে গেছেন। কতইনা ভালাে হতাে, যদি সেখানে যাবার সৌভাগ্য আমারও হতাে! বাসনা থাকলেও বৃদ্ধ লােকটির হজ্বে পাওয়ার সমর্থ ছিল না। সে ছিল একেবারে কপর্দক শূন্য। কিন্তু হযরত গাউসুল আলম বৃদ্ধ এলােকটি মনের কথা নিজের কাশফ দ্বারা জানতে পেরে তাকে জিজ্ঞাসা করলেন যে, সে সত্যিই হজ্বে আগ্রহী কিনা? বৃদ্ধটি বলল, সে হজ্বে যেতে আগ্রহী। এবার হযরত তাকে কাছে ডাকলেন এবং বললেন, “তবে যাও”। বলা মাত্রই লােকটি নিজেকে কাবা শরীফে আবিস্কার করল এবং হজ্ব আদায় করে তিনদিন কাবা শরীফে অবস্থান করল। হঠাৎ মনে মনে ভাবল যদি কেউ তাকে পুনরায় দেশে পৌছে দিত! ভাবনা মাত্র সে দেখল তার সামনে হযরত মাহবুবে ইয়াজদানী । সে হযরতকে দেখে তাঁর পায়ে উপুড় হয়ে পড়ল। হযরত পবিত্র জবান দিয়ে শুধু উচ্চারণ করলেন, যাও! কিছুক্ষণ পর মাথা তুলতেই বৃদ্ধ হতবাক! সে এখন নিজ দেশে, ঘরে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Featured post
Hazrat Noorul Aen Ki Shadi, Aulad Aur Sajjadanashin Janashine Makhdoom Ashraf
Jab Syed Ashraf Jahangir Simnani (R.A) Syed Abdur Razzaq Noorul Ain (R.A) ki Zahir o Batini Tarbiyat farma chuke aur unhain uloom o funoon...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন